চোরাইপথে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক, ৯০ পিস শাড়ি উদ্ধার
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি – মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি উদ্ধার ও সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চোরাই পথে আমদানি করা ৯০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। শাড়িগুলো সিএনজি চালিত অটোরিক্সায় পরিবহন করা হচ্ছিল।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে শাড়ি ও সিএনজি অটোরিক্সা জব্দ করে পুলিশ। অভিযানে সিএনজি চালক পালিয়ে গেলেও শাড়িগুলো উদ্ধার করা হয়।
বুধবার (১৫ অক্টোবর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ভারত থেকে চোরাইপথে আনা ৯০ পিস শাড়ি জব্দ করা হয়। শাড়িগুলো দৌলতপুর এলাকায় সিএনজি অটোরিক্সায় পরিবহন করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক পালিয়ে যায়, তবে সিএনজি অটোরিক্সা ও শাড়ি জব্দ করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ভারতীয় শাড়ির লেবেল পরিবর্তন করে চোরাই শাড়ি আনা হচ্ছে। অভিযান চালিয়ে ৯০ পিস শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৩০ হাজার টাকা।’
এ ঘটনায় শমশেরনগর পুলিশ ফাঁড়ি থেকে সিএনজি চালকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অন্যান্য জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির তৎপরতায় চোরাই পথে আনা ভারতীয় শাড়ি জব্দ করে চোরাচালানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ।