২৫ জুন ২০২৫ | ১০ আষাঢ় ১৪৩২
যুক্তরাষ্ট্র
বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পালটা শুল্ক স্থগিত, চীনের ক্ষেত্রে ট্রাম্পের কঠোর বার্তা

image

চীন বাদে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পালটা শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের ওপর ১২৫% শুল্ক বহাল থাকবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, বিশ্ববাজারে চীনের ভূমিকা ‘অসম্মানজনক’ হওয়ায় তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম Truth Social-এ এক পোস্টে জানিয়েছেন, ৯০ দিনের জন্য বিশ্বের অধিকাংশ দেশের ওপর পালটা শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এ সময়ে সাময়িকভাবে ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে। তবে চীনের ক্ষেত্রে কোনো রকম শিথিলতা নেই। ট্রাম্প ঘোষণা করেন, চীনের পণ্যের ওপর আরোপিত শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

সিএনএন জানায়, বাণিজ্য ভারসাম্য রক্ষায় ট্রাম্প প্রশাসন আবারও চীনকে লক্ষ্যবস্তু করছে। তার দাবি, চীন দীর্ঘদিন ধরে মার্কিন বাজার এবং অন্যান্য দেশের বাজারকে ‘ঠকিয়ে’ আসছে।  ট্রাম্প আরও বলেন, “আশা করি, চীন খুব শিগগিরই বুঝবে—যুক্তরাষ্ট্রকে ঠকানো বন্ধ করতে হবে। বিশ্ববাজারে সম্মান বজায় রাখা উচিত। এ ধরনের আচরণ আর গ্রহণযোগ্য নয়।”

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন নির্বাচনের প্রাক্কালে ট্রাম্পের এই ঘোষণাগুলো অর্থনৈতিক জাতীয়তাবাদকে পুনরুজ্জীবিত করার অংশ। চীনের বিরুদ্ধে কঠোর নীতির মাধ্যমে ট্রাম্প তার সমর্থকদের কাছে কঠোর অবস্থানের বার্তা দিতে চান।

ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির ঘোষণায় বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে আবারও অস্থিরতা সৃষ্টি হতে পারে। চীনের ওপর ১২৫% শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক বার্তাও বহন করে। এ অবস্থার প্রভাব কতটা গভীর হবে, তা নির্ভর করছে চীনের জবাবী অবস্থানের ওপর।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading