২৫ জুন ২০২৫ | ১০ আষাঢ় ১৪৩২
ব্রিটেন
বিশ্বের শীর্ষ ধনী শহরের তালিকায় নেই লন্ডন, এক দশকে হারিয়েছে ৩০ হাজার কোটিপতি

image

ব্রেক্সিট, উচ্চ কর ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতার চাপে পিছিয়ে পড়ছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শীর্ষ ধনী শহরের তালিকা থেকে লন্ডনের পতন; গত এক দশকে হারিয়েছে প্রায় ৩০,০০০ কোটিপতি।

সম্পদের উপর পরিচালিত বার্ষিক এক প্রতিবেদনে উঠে এসেছে, লন্ডন আর বিশ্বের শীর্ষ পাঁচ ধনী শহরের মধ্যে নেই। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ এবং হেনলি অ্যান্ড পার্টনার্সের যৌথ গবেষণায় বলা হয়, গত এক বছরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন হারিয়েছে ১১,৩০০ ডলার কোটিপতি, যার মধ্যে ১৮ জন সেন্টিমিলিয়নেয়ার এবং ২ জন বিলিয়নেয়ার। প্রতিবেদন অনুসারে, লন্ডনে বর্তমানে ২১৫,৭০০ ডলার কোটিপতি রয়েছেন, যা বিশ্বের ধনী শহরের তালিকায় লন্ডনকে ৬ষ্ঠ স্থানে নিয়ে এসেছে। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, টোকিও, সিঙ্গাপুর ও লস অ্যাঞ্জেলেস।


নিউ ইয়র্কে এখন সবচেয়ে বেশি কোটিপতি – ৩৮৪,৫০০ জন, যা গত ১০ বছরে ৪৫% বৃদ্ধি পেয়েছে। সান ফ্রান্সিসকো বে এরিয়ায় ৩৪২,৪০০ কোটিপতি, বৃদ্ধি ৯৮%। টোকিও, সিঙ্গাপুর এবং লস অ্যাঞ্জেলেসে ধারাবাহিকভাবে কোটিপতির সংখ্যা বাড়ছে। বিপরীতে, মস্কো ও লন্ডনে ধনী ব্যক্তির সংখ্যা হ্রাস পেয়েছে। লন্ডন গত দশকে হারিয়েছে প্রায় ৩০,০০০ কোটিপতি, যেখানে মস্কো হারিয়েছে ১০,০০০ জন। বিশেষজ্ঞরা বলছেন, ব্রেক্সিট, কর বৃদ্ধি, পাউন্ডের অবমূল্যায়ন, এবং স্টক এক্সচেঞ্জের গুরুত্ব কমে যাওয়ার মতো কারণে লন্ডন ধনীদের জন্য আগ্রহ হারাচ্ছে। অ্যান্ড্রু অ্যামোইলস বলেন, “যুক্তরাজ্যের উচ্চ করনীতি ধনী ব্যক্তিদের লন্ডন ত্যাগে উৎসাহিত করেছে এবং নতুন বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে।”



বিশ্বব্যাপী নগর কেন্দ্রগুলোর মধ্যে বিনিয়োগবান্ধব নীতি এবং আধুনিক আর্থিক অবকাঠামো এখন ধনী ব্যক্তিদের কাছে বেশি আকর্ষণীয়। লন্ডনের অর্থনৈতিক অবস্থান ও মর্যাদা ধরে রাখতে হলে করনীতি পুনর্বিবেচনা এবং প্রযুক্তি খাতে উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার দিকেই মনোযোগ দিতে হবে।







অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading