১৫ মার্চ ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
ধর্ম
ফিতরা ১০ ডলার ১৩ মে পবিত্র ঈদুল ফিতর

image


আজকাল রিপোর্ট
যুুক্তরাষ্ট্রে ১৩ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন অ্যাডাম সেন্টার তাদের ক্যালেন্ডারে উল্লেখ করেছে ১৩ মে হবে শাওয়াল মাসের এক তারিখ। সে অনুযায়া এবার রমজান মাস হবে ৩০ দিনে। এদিকে, নিউইয়র্কে এবার সর্বনি¤œ ফিতরা ১০ ডলার নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ ফিতরা ১০০ ডলার বা এর অধিক হতে পারে।
নিউইয়র্কে সর্বনি¤œ ফিতরা ১০ ডলারের বেশিও হতে পারে। এলাকা ভেদে ফিতরা কমবেশী নির্ধারিত হয়। অনেকেই ফিতরার অর্থ বিভিন্ন মসজিদে জমা দেয়া শুরু করেছেন। আবার অনেকে বাংলাদেশে আত্মীয় স্বজনের জন্য পাঠাচ্ছেন। ফিতরার অর্থ ও জাকাতের অর্থ নিউইয়র্কের বিভিন্ন মসজিদে দান করার সুযোগ রয়েছে। মসজিদ কর্তৃপক্ষ এই অর্থ যারা ফিতরা ও জাকাত পাওয়ার যোগ্য তাদের মাঝে বিতরণ করবেন।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading