১৫ মার্চ ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
মঠবাড়িয়ায় এ আর মামুন খানের নজিরবিহীন উদ্যোগ: টোল মওকুফ, প্রবাসীদের সুরক্ষা ও গৃহহীনদের পুনর্বাসন

image

মঠবাড়িয়ায় এ আর মামুন খানের নজিরবিহীন উদ্যোগ: টোল মওকুফ, প্রবাসীদের সুরক্ষা ও গৃহহীনদের পুনর্বাসন



তানভীর হাসান||
নিজস্ব সংবাদদাতা,পিরোজপুর (মঠবাড়িয়া)

পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরসভা টোল মওকুফ, প্রবাসীদের হয়রানি বন্ধ এবং গৃহহীনদের পুনর্বাসনে নতুন দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় মঠবাড়িয়া পৌরসভার সকল প্রকার টোল ও খাজনা মওকুফের জন্য সরকার নির্ধারিত দরপত্র জমা দেন।এ সময় তিনি বলেন, জনসাধারণের স্বার্থে আমি এই উদ্যোগ নিয়েছি এবং আশা করছি রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে সমর্থন দেবেন।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি ব্যক্তিগতভাবে পৌরসভার খাজনা পরিশোধের উদ্যোগ নিয়েছেন।

এর আগে সকাল ১০টায় মঠবাড়িয়ার প্রবাসীদের হয়রানি বন্ধ এবং তাদের পরিবারের সুরক্ষার দাবিতে সরকারি কলেজ রোডে নিজ বাসভবনে (কাতার প্যালেস) এক সংবাদ সম্মেলন করেন এ আর মামুন খান। সম্প্রতি দুইজন প্রবাসীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মঠবাড়িয়ার সাত্তার খান (৬৮) নামে এক গৃহহীনকে বসতঘর প্রদান করা হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করেন যুবদল নেতা এ আর মামুন খান।

স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুবুর রহমান জানান,গত ১০ বছর ধরে সাত্তার খান পরিবারটি দায়সারা খুঁটির ওপর পলিথিনের ছাপড়া দিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। নতুন ঘর পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে তারেক রহমান ও এ আর মামুন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সকল অনুষ্ঠানে যুবদল নেতা তাহসিন জামান রুমেল, ওহেদুজ্জামান মিল্টন, আসাদুজ্জামান মনির, আবু হানিফ হাওলাদার, ইউপি সদস্য মাহাবুবুর রহমানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ আর মামুন খান গণমাধ্যম কর্মীদের জানান,আমি বিশ্বাস করি,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রবাসীদের হয়রানি বন্ধ, গৃহহীনদের পুনর্বাসন এবং পৌর টোল মওকুফের উদ্যোগে সবার সহযোগিতা পেলে মঠবাড়িয়ায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন সম্ভব হবে।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading