অজিদের টুনার শেষ ব্যাটসম্যান হিসেবে ফিজের বলে বোল্ড হবার সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। ১৩২ রানে লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে যায় টিম অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো আয়োজিত পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম টাইগার। লাল-সবুজের দালাম ছেলেদের এই জয়ে কঠোর শর্তের বেড়া জাল ভেঙে অস্ট্রেলিয়াদের গায়ে পরাজয়ের দাগ ঠিকই লেগে যায়।
অস্ট্রেলিয়ার গতি বনাম বাংলাদেশের স্পিন। ১৩১ রানের লক্ষ্য খেলতে নেমে শুরু থেকেই টাইগারদের স্পিন বাঁকে নির্বাক হয়ে সাজ ঘরে আসা যাওয়া ব্যস্ত থাকেন অজি ব্যাটসম্যানরা। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই টাইগারদের পক্ষে মাহেদী ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স কারিকে বোল্ড করেন। এতেই বোঝা যায় নতুন কিছু হতে চলেছে। এর পরেই নাসুম আহমেদ ও সাকিবের জোড়া আঘাতে ১১ রানেই করতেই ছিলো না অতিথিদের তিন উইকেট। দলীয় ৪৯ রানে নাসুম এর বলে ফিজ চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তালুবন্ধী করেন উইডিকে। এর পরেই শুরু হয় নাসুম শো। একাই তুলে নেন ক্যাঙ্গারুদের চার উইকেট। অজিদের পক্ষে মার্শাল ৪৫ রানে আউট হলে জয়ের সুবাতাশ বইতে শুরু করে টাইগার সিবিরে।
৯০ রানে ৬ উইকেট যখন পড়ে যায় তখনো হলুদ বাহিনীর জয়ের জন্য দরকার ছিলো ২২ বলে ৪২ রান। বলের সঙ্গে রানের পাল্লা দিতে গিয়ে অনেক পিছিয়ে পড়েন বিশ্বের দ্বিতীয় ধনী দল। মোস্তাফিজ এবং শফিউল ২ টি করে ও মাহাদী, সাকিব একটি করে উইকেট নিয়ে নিজেদের ঝুলিতে পুরে এই জয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিলো ৬ বলে ২৮ রান। মাত্র ১৩১ রান করে এটাই টাইগারদের কোনো দলের বিপক্ষে প্রথম জয়। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাকিব ৩৬ ও নাঈম ৩০, আফিফ ২৩, রিয়াদ ২০ রানে স্কোর বোর্ডে সংগ্রহ দাঁড়ায় ১৩১। অস্ট্রেলিয়া টিম কখনই ভাবতে পারেনি এই রানেই টিম টাইগারের কাছে ২৩ রানে হারতে হবে। জোস হ্যাজেল উড ৩ ও মিশাল স্টার ২ উইকেট তুলতে সক্ষম হয়। এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Comments: