২৫ জুন ২০২৫ | ১০ আষাঢ় ১৪৩২
যুক্তরাষ্ট্র
শেয়ার বাজারে ধস ও চীনের পাল্টা শুল্কের মাঝেও ট্রাম্পের ঘোষণা: “আমার নীতি কখনো বদলাবে না”

image

যুক্তরাষ্ট্রে শেয়ার বাজারে ব্যাপক পতন ও চীনের পাল্টা শুল্ক ঘোষণার মধ্যেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, “আমার নীতিমালা কখনোই বদলাবে না।” চীনের ৩৪ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়াতেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প দাবি করেছেন, এটি “ধনী হওয়ার সবচেয়ে ভালো সময়।” মার্কিন বাজারে বড় ধাক্কা এলেও তিনি নিজের নীতিকে বলছেন “অর্থনৈতিক মুক্তির পথ।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার Truth Social-এ পোস্ট করে স্পষ্ট ভাষায় বলেন, “আমার নীতিমালা কখনো বদলাবে না।” ট্রাম্প বলেন, “এটি ধনী হওয়ার শ্রেষ্ঠ সময়।” বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করে। তার ফলে বাজারে ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বৃহস্পতিবার ডাও জোন্স ১,৭০০ পয়েন্ট পড়ে যায় – যা কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে বড় পতন। চীন ইতোমধ্যেই পাল্টা ব্যবস্থা হিসেবে ১০ এপ্রিল থেকে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য অর্থনৈতিক শক্তিগুলোরও একই পথে হাঁটার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প চীনের প্রতিক্রিয়াকে “ভুল পদক্ষেপ” বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, চীন “ঘাবড়ে গেছে” এবং “এটাই তারা সহ্য করতে পারবে না।” হোয়াইট হাউজ এই দিনটিকে “মুক্তির দিন” হিসেবে ঘোষণা করে উদযাপন করে। প্রেসিডেন্ট বলেন, “আমার অর্থনৈতিক নীতি কাজ করছে,” কারণ মার্চে ২,২৮,০০০ নতুন চাকরি সৃষ্টি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই চাকরির সংখ্যা এখনো ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবমুক্ত।

ট্রাম্প যেখানে নিজের শুল্ক নীতিকে অর্থনীতির রূপান্তরকারী হাতিয়ার হিসেবে তুলে ধরছেন, সেখানে বাজারের পতন ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া তার অবস্থানকে চ্যালেঞ্জ করছে। শেয়ার বাজারে ধস ও বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা সামনে রেখে তার এই অনড় মনোভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য কতটা নিরাপদ হবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।







অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading