ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহ আলম (৪৩) নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন তিনি।
কারা সূত্রে জানা যায়,অসুস্থ হওয়ার পর আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী রাসেল মিয়া সহ কয়েকজন তাঁকে ঢামেকে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬ টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।তার পিতার কাজী জিন্নাত আলী নাম । তার কয়েদি নং ৮৩২৬/এ, সে একটি হত্যা মামলার আসামি ছিল বলে জানিয়েছে কারারক্ষী রাসেল মিয়া।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি শাহ আলম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান, কারাবন্দি কয়েদির মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করা হবে।