রাজধানীর মিরপুর শাহ আলী থানা এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি করায় ওমর ফারুক (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ওঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
নিহত ওমর ফারুক শাহ আলী থানা এলাকার মিরপুর-১-এর ডি ব্লক ৩/৩৫ নং বাড়ির মৃত লোকমান হোসেনের ছেলে।
শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর-১-এর ডি ব্লকে নিজ বাসার সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফারুক মিরপুর এলাকায় টায়ারের ব্যবসায়ী ছিলেন।
স্বজনদের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাংয়ের একদল সদস্য ওমর ফারুকের কাছে চাঁদা দাবি করেছিল। ঘটনার সময় এ গ্যাংয়ের ৮/১০ সদস্য ফারুকের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় ব্যবসায়ী ফারুক। পরে তাকে
মিরপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার উপ পরিদর্শক মোঃ মশিউর রহমান। তিনি জানান সংবাদ পেয়ে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতাল থেকে ওই ব্যবসায়ী মরদেহ উদ্ধার করি।পরে ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান নিহতের পরিবারের কাছ থেকে আমরা অভিযোগ পাই স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তার কাছে চাঁদা দাবি করলে সে চাঁদা না দেওয়ায় ওই গ্যাংয়ের সদস্যদের ইট পাটকেলের আঘাতে ফারুক গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ বিষয়ে আমাদের একাধিক টিম কথিত কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।