গতকাল ১২ আগস্ট, ২০২৪ তারিখ রাত ৮.৩০ ঘটিকায় তাদের অস্থায়ী কার্যালয় কে.এম.লতিফ ইনস্টিটিউশনের এক জরুরি মতবিনিময় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আহসান বলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঠবাড়িয়া এর প্রতিনিধি শিক্ষার্থীবৃন্দ আগামীর স্বপ্নের মঠবাড়িয়া বিনির্মাণের লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তাদের সর্বশেষ বিবৃতিতে জানা যায় তারা বলেন, আমরা দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে সেবা করার জন্য এসেছি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জামিল আহমেদ বলেন, আমরা রাজনীতি করতে আসিনি কিংবা নেতা হতে আসিনি, মানুষকে সেবা দেওয়ার জন্যই এসেছি। দেশের প্রশাসনিক কার্যক্রম গতিশীল হলে শীগ্রই আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাবো।
পাশাপাশি ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ যাতে অনৈতিক বা অবৈধ আর্থিক লেনদেন ও অনিয়মের সুযোগ না নিতে পারে, তাই তারা চারটি দফা তুলে ধরেন।
১. কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নাম ব্যবহার করে কোনো প্রকার আর্থিক লেনদেন, শালিস মিমাংসার মাধ্যমে অর্থ গ্রহণ এর সাথে যুক্ত হতে পারবে না।
২. ভিক্টিম উপস্থিত হলে প্রশাসনের সহায়তায় সমাধান করতে হবে। ছাত্র আন্দোলনের কেউ কোনো রায় বা সিদ্ধান্ত দিতে পারবে না।
৩. কোনো রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে বা তাদের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করা যাবে না।
৪. উক্ত কর্মকাণ্ডে জড়িত এমন কোনো ব্যক্তিকে পেলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএম কলেজের শিক্ষার্থী আল আমিন, রাইয়ান আহমেদ, মঠবাড়িয়া সরকারি কলেজর শিক্ষার্থী মুনজিয়া অর্পি সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তানভীর মেহেদী, বরিশাল