বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকাল উত্তোলণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। এ উপলক্ষ্যে কাউখালী উপজেলা শাখার উদ্যোগে (২০ আগষ্ট) মঙ্গলবার বিকেলে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক, সদস্য শাহ ইমরান ফারুক, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের সাধারন সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাওলাদ হোসেন মঈন, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব ছিদ্দিক, কলেজ ছাত্রদল নেতা শোভন মীর প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার। বক্তারা বলেন, দেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে, বিগত ফ্যাসিষ্ট স্বৈরাচার হাসিনা সরকারে পতনের মধ্যে দেশের জনগণ আজ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।