বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। গত১২ সেপ্টেম্বর(বৃহস্পতিবার)বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল বিবৃতিটি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়।বিএনপি’র ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায় এ ব্যাপারে। এদিকে বহিস্কারের খবর পেয়ে মঠবাড়িয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন রুহুল আমিন দুলালের অনুসারীরা এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে ১৩সেপ্টেম্বর(শুক্রবার)সকালে মঠবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তারা।
তানভীর মেহেদী বরিশাল আঞ্চলিক প্রতিনিধি