নওগাঁর মেরিনা খাতুন একসঙ্গে পাঁচ ছেলে সন্তান প্রসব করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এ সন্তানদের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন।
৩৫ বছর বয়সী মেরিনা খাতুনের বড় মেয়ে ১৪ এবং ছোট মেয়ে ১১ বছর বয়সী। এবার তিনি একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের মা হয়েছেন। মেরিনার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী। এই অসাধারণ ঘটনাটি ঘটেছে বুধবার (১১ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
মেরিনা খাতুনের মামা নয়ন বাবু জানান, আগে থেকেই তারা ধারণা করছিলেন তিনটি সন্তান হবে। তবে চিকিৎসকরা পরীক্ষার পর মেরিনাকে রামেক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। বুধবার বেলা ১১টায় অস্ত্রোপচারের মাধ্যমে একে একে পাঁচটি সন্তানের জন্ম হয়। এই খবর হাসপাতাল জুড়ে আলোড়ন তোলে।
রামেক হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন জানিয়েছেন, বাচ্চাগুলোর মধ্যে একজনের ওজন ১ কেজি, দুইজনের ১ কেজি ৩০০ গ্রাম করে এবং বাকি দুইজনের ওজন ১ কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও সন্তানরা ভালো আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন।
মেরিনা খাতুন নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মালয়েশিয়া প্রবাসী হওয়ায় পরিবারের এ আনন্দে তার শারীরিক উপস্থিতি না থাকলেও, পরিবারের সদস্যরা সন্তানের সুস্থতা নিয়ে খুশি। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন মেরিনা খাতুন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে তার এই অসাধারণ সাফল্য এখন রাজশাহী ও নওগাঁ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪