শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে তারা। প্রথম দুই ম্যাচে বড় জয় পাওয়ার পর, তৃতীয় ম্যাচে ১০ রানের ব্যবধানে জয় তুলে নেয় রাবেয়া খানের নেতৃত্বাধীন টাইগ্রেসরা।
রবিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার শক্তিশালী বোলিং আক্রমণের বিপরীতে নিয়মিত উইকেট হারালেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৭ রান করে বাংলাদেশ। শ্রীলঙ্কার নারী ‘এ’ দল সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে সংগ্রহ করে ৮৭ রান, ফলে বাংলাদেশ ১০ রানে জয় পায়।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শ্রীলঙ্কার বোলারদের ধারাবাহিক আক্রমণের ফলে বাংলাদেশ ৯ উইকেটে ৯৭ রানে তাদের ইনিংস শেষ করে। দলের পক্ষে দিলারা আক্তার সর্বোচ্চ ২৬ রান করেন, যা ২১ বলের মোকাবেলায় আসে।
শ্রীলঙ্কার নারী ‘এ’ দল সিরিজ বাঁচানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হয়। ২০ ওভার শেষে তারা ৮ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা কখনও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। এভাবে ১০ রানের ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
সিরিজের চতুর্থ ম্যাচটি ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান মাঠে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি হবে ১৯ সেপ্টেম্বর কল্টসে, যেখানে টাইগ্রেসরা হোয়াইটওয়াশের লক্ষ্যে খেলতে নামবে। এ সিরিজে বাংলাদেশের মেয়েরা বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে আসছে। প্রতিটি ম্যাচেই তারা শ্রীলঙ্কার ওপর চাপ সৃষ্টি করে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। কোচিং স্টাফের প্রশংসনীয় নেতৃত্ব এবং দলের প্রতিটি সদস্যের অবদানেই এ সাফল্য অর্জিত হয়েছে।
বাংলাদেশ নারী দলের এই জয় শুধু সিরিজ জয় নয়, বরং তাদের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। সিরিজের বাকি দুই ম্যাচেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকলেও, ইতোমধ্যে বাংলাদেশ নারী দল তাদের শক্ত অবস্থান প্রমাণ করেছে।
খেলাধুলা ডেস্ক: রিলাক্স নিউজ ২৪