গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল গতকাল (২৪ সেপ্টেম্বর) ২০২৪ ইংরেজী তারিখ অনুমানিক ৩টা ২০মিনিটের সময় সিলেট জেলার কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী সিলেট মহানগর যুবলীগ নেতা রেদওয়ান আহমদ বাপ্পি গ্রেফতার করে র্যাব।
জানাযায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৪ইংরেজী তারিখে এসএমপি, সিলেটের কোতয়ালী থানায় একটি নাশকতা মামলা করা হয়েছে। যা ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ধারা- ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ দন্ড বিধি আইন ১৮৬০ এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত আসামী সিলেট মহানগর যুবলীগ নেতা কোতয়ালী থানার শেখঘাট গ্রামের মৃত মো: শহিদ উল্লার পুত্র মোঃ রেদওয়ান আহমদ বাপ্পি (৪০)।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বুলবুল আহমদ