ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরু ঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ঘটনালে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ ঘটনায় দুটি পরিবারের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আমজাদ ও রাজু বলেন, গরু ঘরের কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে ৪টি গরু, ৫টি ছাগল, ১টি মাটর সাইকেল সহ ঘরে থাকা ধান,চাল কাপড় বাড়িঘর সবকিছুই পুরে যায়। এতে আমাদের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকার বলেন, অগ্নিকান্ডে পরিবার দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি