চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকা থেকে নিখোঁজ হওয়া মো.সালেহ জহুর (৪৬)র লাশ কর্ণফুলীর এক পুকুর থেকে উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার (১২ জুলাই)বিকাল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় লোকজন উপজেলার শিকলবাহা জামাল পাড়ার এক পুকুরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ও শিকলবাহা পুলিশ ফাঁড়ি আইসি এসআই মো. মোবারক হোসেন। জানা যায়, মৃত সালেহ জহুর কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহার সালেহ জহুুর সওদাগরের নতুন বাড়ির মৃত মো. ইসমাইলের ছেলে। তিনি কেএসআরএম কোম্পানিতে গাড়ির মেকানিক হিসেবে চাকরি করতেন।
শিকলবাহা পুলিশ ফাঁড়ি আইসি এসআই মোবারক হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার সূত্রে জানা গেছে, মো. সালেহ জহুর গত(১১জুলাই) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি ভারি শিল্প এলাকার রাস্তার মোড় থেকে নিখোঁজ হন।এ ঘটনায় তাঁর স্ত্রী আয়েশা আক্তার স্বামী নিখোঁজের খবর জানিয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর-৭৯৯/২৪।
নিহতের মেঝ ভাই আবু তাহের জানায়, “বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মরত কারখানা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি নিহত সালেহ জহুর। বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়ার পর চাঁদগাও থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জহির হোসেন বলেন,পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে