পিরোজপুরের মঠবাড়িয়ার আমাড়াগাছিয়া ইউনিয়নের বাজারে ১২ জুন(শুক্রবার),২০২৪ খ্রিঃ মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময় উক্ত ইউনিয়নের মোঃ মিরাজ হাজি, পিং পান্না হাজি, সাং হোগলপাতি’কে মাদকদ্রব্য(তিন পিচ ইয়াবা) সহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মোঃ মিরাজ হাজিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০/(এক হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন আব্দুল কাইয়ূম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মঠবাড়ীয়া।মঠবাড়ীয়া থানা পুলিশ মোবাইল কোর্টকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানান মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত থাকবে।