‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ কর্তৃক বিচারপতিদের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ গতকাল উত্তাল হয়ে ওঠে। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন স্লোগানে প্রকম্পিত ছিল হাই কোর্ট এলাকা। ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার ঘোষণা পর পরিস্থিতি শান্ত হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ঘোষণা দেন, আপাতত ১২ বিচারপতিকে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না এবং আগামী ২০ অক্টোবর ষোড়শ সংশোধনীর মামলার রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর সমন্বয়করা রবিবার পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেন।
গতকাল (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতিদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাই কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে। বেলা ১১টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলে। কর্মসূচির মূল দাবি ছিল দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণ।
দিনের শুরুতে ১২ বিচারপতিকে প্রধান বিচারপতির চায়ের দাওয়াতের খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনা আরও বাড়ে। দুপুরে ছয়জন বিচারপতি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং চারজন বিচারপতি ছুটিতে যাওয়ার কথা জানান।
এরপর বিকালে রেজিস্ট্রার জেনারেল ঘোষণা দেন যে, আপাতত ১২ বিচারপতিকে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। রবিবার ২০ অক্টোবর ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে। কোন ১২ বিচারপতি বেঞ্চ পাচ্ছেন না, তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে জাতীয় নাগরিক কমিটির সদস্য আখতার হোসেন ফেসবুকে এই বিচারপতিদের নাম প্রকাশ করেন, যার মধ্যে বিচারপতি এস এম মনিরুজ্জামান, খোন্দকার দিলীরুজ্জামান, শাহেদ নূরউদ্দিনসহ ছয়জন বিচারপতি রয়েছেন যারা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা রবিবার বিকাল পর্যন্ত অপেক্ষা করবে। এরপর ষোড়শ সংশোধনী মামলার রায় অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
অনলাইন ডেস্ক