মোংলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত জুন থেকে অক্টোবর মাসের ২৮ তারিখ পর্যন্ত ৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। যার মধ্যে চলতি অক্টোবর মাসের ২৮ তারিখের মধ্যেই শনাক্ত হয়েছে ৩৫ জন। এর আগের মাসগুলোতে শনাক্তের হার কম হলেও চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখানে গড়ে প্রতিদিন একজন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তাই ডেঙ্গুর রোগীর চাপ বাড়ায় ডাক্তার ও নার্সরাও আছেন বাড়তি চাপে।

মূলত গত জুন মাস থেকেই মোংলাতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই মাস থেকে ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পরবর্তীতে তা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। চলতি অক্টোবর মাসের ২৮ তারিখ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৬ জন। এরমধ্যে ২৮ অক্টোবর সকালে ভর্তি হয়েছেন ৪জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ডেঙ্গু রোগী রয়েছেন ৬জন।

আর গত রবিবার ২৭ অক্টোবর ভর্তি থাকা ৪ জনের মধ্যে ২জন সুস্থ্য হয়ে বাড়ীতে ফিরে গেছেন। চলতি মাসের এ পর্যন্ত ৩৫ জনের মধ্যে কয়েকজন হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে বাড়ীতে চিকিৎসারত নিয়েছেন। বাকীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ও চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আসা ডেঙ্গু রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু-কিশোর, যাদের বয়স ১১মাস, ৩, ৬, ৮, ৯, ১০, ১৫, ১৭ ও ২১ বছর। এরপর রয়েছেন মধ্য বয়সী নারীরাও।

ডেঙ্গু আক্রান্ত রোগী বলেন, আলহামদুলিল্লাহ, এখন অবস্থা কিছুটা ভালো। কিন্তু ভর্তি হওয়ার সময় যে অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল আর বাঁচব না। চিকিৎসক-নার্সদের আন্তরিক সেবা আমাকে দ্রুত সুস্থ হতে সহযোগিতা করেছে।

রোগীর স্বজনরা জানান, এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই বেশি। কিন্তু সেই তুলনায় তেমন তৎপরতা নেই, সরকারিভাবেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। অধিকাংশ জায়গায় দিনের পর দিন পানি জমছে। কেউ গিয়ে স্প্রে বা কোনো ওষুধও ছিটায় না। যে কারণে আশঙ্কা করছি, এবার এলাকায় ভয়াবহ অবস্থা হবে।

আরেক স্বজন বলেন, রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় দ্রুত এ হাসপাতালে আসি। এখন আমার রোগী আগের তুলনায় অনেকটাই ভালো। হাসপাতালের চিকিৎসাসেবায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, এখানের চিকিৎসাসেবা খুবই ভালো। ডাক্তারও নিয়মিত আসছে, নার্সরাও এসে খোঁজখবর নিয়ে যাচ্ছে। সবমিলিয়ে চিকিৎসাসেবা মোটামুটি ভালোই।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ডেঙ্গু রোগী বাড়লেও ডেঙ্গু পরীক্ষার কীট সংকট নেই। তাই কারো জ্বরের বয়স তিন চার দিন হলেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। তাতে ডেঙ্গু শনাক্ত যেমন সহায়ক হবে, তেমনি কীটের অপচয় কমবে। এছাড়া মোংলাতে গতবার প্রথমবারের মতো সেল কাউন্টারের মাধ্যমে ডেঙ্গু রোগীদের প্লাটিলেট কাউন্ট পরীক্ষার কাজ শুরু করা হলেও এবার সেটা হচ্ছেনা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগীর সংখ্যা বাড়লে সেল কাউন্টার এর মাধ্যমে আবারও প্লাটিলেট কাউন্ট শুরু করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীন বলেন, আমাদের পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্তের হারটা তুলনামূলকভাবে একটু বেশী। গত জুন থেকে অক্টোবর মাসের ২৮ তারিখ পর্যন্ত ৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। যার মধ্যে চলতি অক্টোবর মাসের ২৮ তারিখের মধ্যেই শনাক্ত হয়েছে ৩৫ জন। এর আগের মাসগুলোতে শনাক্তের হার কম হলেও চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে কাজ করে যাওয়ার আহবাণ জানিয়েছেন সরকারী এ হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

 

 

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

সম্পর্কিত নিউজ

নাছির উদ্দিন সঞ্জু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বদিউজ্জামান সোহাগ এর অন্যতম সহযোগী নাছির উদ্দিন সঞ্জু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় মোড়েলগঞ্জের সাধুর বাজার…

আরও পড়ুন
আগুনে পুড়ে ছাই দিনমজুর গোলামের বাড়ি, খোলা আকাশের নিচে অবস্থান

মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে গোলাম রসুল (৩০) পরিবারের স্বপ্ন। ঘরে থাকা ঘরের দলিল, খাবার, পোশাক, আসবাবপত্র, বই খাতা, নগদ টাকাসহ প্রয়োজনীয় উপকরণ পুড়ে নিমিষেই ছাই হয়েছে ভয়াবহ আগুনে। সহায়…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

কর্ণফুলীতে সড়কের পাশ থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার

কর্ণফুলীতে সড়কের পাশ থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার

আজ শহীদ সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৮তম মৃত্যুবার্ষিকী

আজ শহীদ সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৮তম মৃত্যুবার্ষিকী

কুলাউড়ায় সরকারি জমি অবৈধভাবে দখলকৃত উদ্ধার অভিযান

কুলাউড়ায় সরকারি জমি অবৈধভাবে দখলকৃত উদ্ধার অভিযান

নানান আয়োজনে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানান আয়োজনে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে: নবনির্বাচিত আহবায়ক মো. হযরত আলী

নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে: নবনির্বাচিত আহবায়ক মো. হযরত আলী