শিক্ষার মান উন্নয়ন এবং আলোকিত আগামী গড়ার প্রত্যয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উপজেলার বিভিন্ন স্কুল আকস্মিক পরিদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম ২৮ অক্টোবর (সোমবার) টিকিকাটা ও সাপলেজা ইউনিয়নের পশ্চিম টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নলী ভি.সি. সরকারি প্রাথমিক বিদ্যালয়,
নলী চড়কগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলী ভি.সি. মাধ্যমিক বিদ্যালয়,এন.সি. তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়,তাফালবাড়ীয়া হাসানিয়া আলীম মাদ্রাসা সহ তাফালবাড়ীয়া হাকিমিয়া মহিলা আলিম মাদ্রাসা পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ নিশ্চিত করা। এর আওতায় বিভিন্ন স্কুলে পরিদর্শনের মাধ্যমে শিক্ষার বর্তমান অবস্থা মূল্যায়ন, শিক্ষকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান, এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলোর বিষয়ে অবহিত করা হয়।
শিক্ষার্থীদের শিখন দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণ উপকরণের ব্যবহার, এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নে অবহিত করা হয়।পাশাপাশি শিক্ষার্থীদের একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা সম্ভব হয়, যা তাদেরকে ভবিষ্যতে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।