লাভ বিহীন মুরগি ও ডিম বিক্রির দোকান উদ্বোধন

ব্যবসায়ীদের সিন্ডিকেট কালোবাজারি রোধে অসহায় মানুষদের কথা বিবেচনা করে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের নতুনবাজারস্থ ‘লেমন ফ্রেশ মিট’ দোকানে বিনা লাভে সঠিক ওজনে মোরগ ও ডিম বিক্রির উদ্বোধন করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মো.মহসিন মিয়া মধু। রবিবার (৩রা অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল নতুনবাজার এলাকায় ‘বিনা লাভের বাজার’ নামের এই মুরগির দোকানটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো.শাহীন সুলতান বলেন, ‘লেমন ফ্রেশ মিট’ লেমন গ্ৰুপের একটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া’র অনুরোধে বাজার স্থিতিশীল রাখার জন্য সিন্ডিকেট ভাঙ্গতে স্বল্প মূল্যে সাধারণ ভোক্তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে খামারের মূল্যে বিনা লাভে মোরগ ও ডিম বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। যতদিন মোরগ ও ডিম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী জানান, মোরগ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দোকান উদ্বোধন কালে সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মো. মহসিন মিয়া মধু বলেন,‘ আমার ছোট ভাইয়ের খামার থেকে প্রতি মাসে লক্ষাধিক মোরগ বাজারজাত করে আসছে। খোঁজ নিয়ে দেখলাম বাজারে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে নিত্য পণ্য বিক্রি করছে। তখন সিদ্ধান্ত নিলাম,সেই সিন্ডিকেট ভাঙ্গতে এবং সঠিক ওজনে সাধারণ মানুষের মাঝে নিত্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, ২/১ দিনের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলুসহ শীতকালীন সকল শাক-সবজি পাইকারি মূল্যে কিনে বিনা লাভে সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে বিক্রি করা হবে।

মহসিন মিয়া মধু বলেন, স্বৈরাচারী সরকারের শাসনকালে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এ সমস্ত সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলছে। যেকোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙ্গতে হবে। তিনি এ সমস্ত সিন্ডিকেট ভেঙ্গে সৎ ব্যবসায়ীদের মানুষের কল্যাণে নতুনভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো.ইয়াকুব আলী, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাস মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেনসহ স্কুল কলেজের ছাত্র, স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

তিমির বনিক, মৌলভীবাজার

সম্পর্কিত নিউজ

চাঞ্চল্যকর বিশ্বমনি হত্যা রহস্য উন্মোচন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের মৃত লক্ষীন্দর দাসের মেয়ে বিশ্বমনি দাস (২৫) হত্যা রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় নিহতের প্রেমিক রনজিত সাঁওতালকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার…

আরও পড়ুন
শার্শার বেনাপোলে ভারত সীমান্তে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদ পদযাত্রা

শার্শার বেনাপোল বলফিল্ড মাঠ থেকে পদযাত্রা করে চেকপোষ্ট গিয়ে সমাবেশ করে তারা। এ সময় বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন ছাত্ররা। ভারত সীমান্ত অভিমুখে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পদযাত্রা। বাংলাদেশের…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

জাতিসংঘের ফিলিস্তিনি সহায়তা সংস্থাকে আরও ১৩ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেন

জাতিসংঘের ফিলিস্তিনি সহায়তা সংস্থাকে আরও ১৩ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেন

২০৩৪ ফিফা বিশ্বকাপ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরব নির্বাচিত

২০৩৪ ফিফা বিশ্বকাপ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরব নির্বাচিত

চাঞ্চল্যকর বিশ্বমনি হত্যা রহস্য উন্মোচন

চাঞ্চল্যকর বিশ্বমনি হত্যা রহস্য উন্মোচন

শার্শার বেনাপোলে ভারত সীমান্তে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদ পদযাত্রা

শার্শার বেনাপোলে ভারত সীমান্তে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিবাদ পদযাত্রা

কর্ণফুলীতে নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন-১০ হাজার টাকা জরিমানা

কর্ণফুলীতে নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন-১০ হাজার টাকা জরিমানা

সংখ্যাগুরু সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না: হাফেজ মু. রাশেদুল ইসলাম

সংখ্যাগুরু সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না: হাফেজ মু. রাশেদুল ইসলাম