পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় নাশকতা মামলার আসামী মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদারকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৮(বরিশাল)। ৪ নভেম্বর (সোমবার) বিকেলে উপজেলার ঘোপখালী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। লাভলু ওই গ্রামের মৃত আয়নাল তালুকদারের ছেলে।গ্রেপতারের পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৮ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ লাভলু তালুকদার সহ অন্যান্য আসামীরা গত ১৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ অনুমানিক ১২.০০ ঘটিকার সময় পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভাধীন ০৪ নং ওয়ার্ডে অবস্থিত মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে পরস্পর যোগসাজসে বেআইনী জনতাবদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে বি এন পির কার্যালয়টিতে হামলা করে উপস্থিত নেতাকর্মীদের মারধর ও কাটা রক্তাক্ত জখম করে। এসময় কার্যালয়ের ভিতরে থাকা মূ্ল্যবান জিনিসপত্র লুট করে আসবাবপত্র, মোটরাসাইকেলে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামী প্রত্যক্ষ বিভিন্ন সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত করেছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশ জানায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তানভীর, নিজস্ব সংবাদদাতা