শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত দক্ষতা যাচাই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়। জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতায় ৩য় থেকে ৫ম শ্রেণির ২৭ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।
বুধবার সকালে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পর্যায়ে পঠন ও গণিত দক্ষতা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনটির সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্রাম হোসেন, সহকারি শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীবরদী চরহাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং ঝিনাইগাতী ঘাগড়া পুটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রোদসী হাসান এবং শ্রীবরদী গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসনীম আহম্মেদ দিয়া উল্লেখযোগ্য।
পুরস্কার বিতরণ শেষে ৩য় থেকে ৫ম শ্রেণির ২৭ জন বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার উন্নয়নে এই ধরনের প্রতিযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এফ এম সিফাত হাসান, শেরপুর