শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস রেখেই দৌড়ে পালানোর সময় আশরাফুল ইসলাম ও আলী হোসেন নামে ২ ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে এসময় আপেল নামে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়৷ পরে পুলিশ মাইক্রোবাস তল্লাশী করে প্রায় ১০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি