গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে যশোরের শার্শা সীমান্তে আটক করেছে বিজিবি। অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় সোমবার রাতে শিকারপুর সীমান্তে তাকে আটক করা হয়।
গতকাল (সোমবার) রাতে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে একটি চক্র ভারতে পালানোর চেষ্টা করছে। অধিনায়কের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে কিরণকে আটক করা হয়।
বিজিবি জানায়, স্থানীয় গোয়েন্দা তথ্যে জানা যায় যে শিকারপুর সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। রাত সাড়ে ১১টার দিকে শিকারপুর বিওপি’র টহলদল বেতনা এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী নূর নবীর মাধ্যমে সীমান্ত পার হতে চুক্তি করেন। চুক্তির বিনিময়ে তিনি এক লাখ টাকা প্রদান করেছিলেন।
আটককৃত ব্যক্তি গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। অভিযুক্ত পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে এই সীমান্তে সক্রিয়। আটকের সময় কোনো সংঘর্ষ বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। বিজিবি জানিয়েছে, আটকের পর মামলার প্রস্তুতি চলছে এবং কিরণকে শার্শা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
বিজিবি’র এই অভিযানে রাজনৈতিক নেতার আটক হওয়া নজিরবিহীন একটি ঘটনা। এটি শুধু সীমান্ত নিরাপত্তার গুরুত্বই তুলে ধরে না, বরং মানব পাচার চক্রের গভীর সংকটও নির্দেশ করে। এমন কার্যক্রম আরও জোরদার হলে সীমান্ত এলাকায় অপরাধ কমবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক