কক্সবাজারের চকরিয়ায় লরির ধাক্কায় কর্ণফুলীর দুই তরুণের মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েই তাদের এই মর্মান্তিক পরিণতি ঘটে। নিহত যুবকরা হলেন মো. সোহেল (১৯) এবং মো. রিফাত (১৮), যারা কর্ণফুলী উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার উলুমে দ্বীনিয়া মাদ্রাসার সামনে একটি লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সোহেল ও রিফাত। চিরিংগা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত লরি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত সোহেল কর্ণফুলী মডেল স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি পরিবারের ছোট্ট মুদির দোকানে সাহায্য করতেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল বৃহস্পতিবার তিন বন্ধু ইরফান, মারুফ এবং কাইয়ুমের সঙ্গে কক্সবাজার যান। পরে রিফাত মোটরসাইকেল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন। পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণের পর শনিবার রাতে ইরফান, মারুফ এবং কাইয়ুম বাসে করে বাড়ি ফেরার পথে রওনা দেন। সোহেল ও রিফাত মোটরসাইকেল যোগে ফেরার পথে দুর্ঘটনায় পতিত হন।
সোহেলের বাবা হেলাল উদ্দিন বলেন, “আমার ছেলে পড়াশোনার পাশাপাশি পরিবারের ব্যবসায় সাহায্য করত। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না।”
স্থানীয়রা এবং নিহতদের স্বজনরা বলেন, “সোহেল ও রিফাত দুজনই ভালো ছেলে ছিল। তাদের এমন মৃত্যু আমাদের মর্মাহত করেছে।”
কক্সবাজারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি সম্ভাবনাময় তরুণের জীবন কেড়ে নিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কর্ণফুলী প্রতিনিধি