পিরোজপুরের মঠবাড়িয়ায় টিআর প্রকল্পের আওতায় ২৬ টি প্রকল্পের মধ্যে ৩ থেকে ৪ টির নাম মাত্র কাজ করে পুরো প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে প্রকল্প সভাপতি চাকরিচ্যূত সমাজসেবা কর্মকর্তা মো. হাসান আলী মল্লিকের বিরুদ্ধে। মোটা অংকের এ টাকা আত্মসাৎ করায় ক্ষোভে ফেঁটে যাচ্ছেন সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও মঠবাড়িয়ার স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় নগদ অর্থের উপ বরাদ্ধে দূর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তর থেকে ২৬ টি প্রকল্পের অনুমোদন আনেন বিভিন্ন অভিযোগে চাকরিচ্যূত সমাজসেবা কর্মকর্তা মো. হাসান আলী মল্লিক। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ৯০ লাখ টাকার ২৬ টি প্রকল্পের অনুমোদন দেন গত ১৩ জুলাই ২০২৩ খ্রিঃ।
উপজেলার আন্ধারমানিক গ্রামের বাসিন্দা মো. জাকির পন্ডিত এর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিভিন্ন সময় গেলে দেখা যায় সাগর চুরির মতো ঘটনা।
পৌরসভার ১ নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী তোরাব আলী হাওলাদার বাড়ী জামে মসজিদকে ঘিরে রয়েছে ৫ টি প্রকল্প, যথাক্রমে- মসজিদ সংস্কার ও মেরামত (২বার), পুকুরের ঘাটলা নির্মাণ, গোরস্তানের দেয়াল নির্মাণ, মসজিদ ভবনের বাকি কাজের নির্মাণ, সংস্কার ও মেরামত, গোরস্থানে মাটি ভরাট। একই স্থানে তোরাব আলী হাওলাদার বাড়ী থেকে ক্লিনিক পর্যন্ত রাস্তা সংস্কার ও মেরামত। প্রতিটি প্রকল্পে ৩ লাখ ৪৫ হাজার টাকা।
তোরাব আলী জামে মসজিদ এর সভাপতি মো. ইকবাল হোসেন ও স্থানীয় বাসিন্দা সোহরাফ হোসেন জমাদ্দার বলেন, শুধুমাত্র ১ লাখ টাকা দিয়েছেন, যা দিয়ে মসজিদের গেট ও ঈমামের জন্য একটি রুম করা হয়েছে। এখান থেকে ২৩ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
চাকরিচ্যূত মো. হাসান আলী মল্লিক এর নিজ এলাকা উপজেলার উত্তর আন্ধারমানিক হাওলাদার বাড়ি জামে মসজিদকে ঘিরে রয়েছে ঈদগাঁহ মাঠ সংস্কার ও মেরামত এবং পুকুরের ঘটলা নির্মাণ ২ টি প্রকল্প। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন ও মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মোস্তফা কামাল বলেন, ১৫ বছরের পুরাতন ঘাটলার ফটো তুলে নিয়েছেন এবং ঈদগাহে মাত্র ২ হাজার ইট দিয়েছেন।
নিজ বাড়ি মল্লিক বাড়ি মসজিদকে ঘিরে রয়েছে ৭ টি প্রকল্প যথাক্রমে- মসজিদ দেয়াল, ফ্লোর সংস্কার ও মেরামত, মসজিদের জানালা ও টিনের ছাউনী সংস্কার ও মেরামত, মসজিদ সংলগ্ন রাস্তা নির্মাণ, ঈদগাঁহ সংস্কার ও মেরামত. মসজিদ সংলগ্ন ঘাটলা সংস্কার ও মেরামত, কবরস্থানের দেয়ার নির্মাণ ও মাটি ভরাট।
স্থানীয়রা অনেকেই মুখ খুলতে সাহস পায়নি তবে, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, মসজিদ ও পুকুরের ঘাটলা এবং পুরাতণ সড়কে নামমাত্র সংস্কর করা হয়েছে। এখানে ঈদগাঁহের কোন চিহ্নিই নেই।
উপজেলার তুলাতলা বাজার সংলগ্ন ২ টি মসজিদ ঘিরে রয়েছে ৩ টি প্রকল্প। পাকা মসজিদে কিছুটা সংস্কার করা হয়েছে। কাঠের মসজিদে গৃহপালিত পশু ও রাস্তার কুকুর অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে এবং পাকা মসজিদ সংলগ্ন পুকুরে প্রায় ২০ বছর আগে ঘটলা নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দোকানী মো. কালু হাওলাদার এ রিলাক্স নিউজ টুয়েন্টিফোরকে এ তথ্য জানান।
উপজেলার ঘোঘের টিকিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা বাড়ি পুকুরের ঘাটলা, বাড়ি থেকে মুল রাস্তা পর্যন্ত রাস্তা ও বাড়ির কবরস্থান সংস্কার ও মেরামত ৩ টি প্রকল্প। মোতালেব মৃধার ছেলে মাসুম মৃধা নিজেকে এ ৩টি প্রকল্পের সভাপতি দাবী করে বলেন, পুকুরের ঘাটলা নির্মাণ করা হয়েছে। স্থানীয় কালভার্ট ভাঙার কারনে ইটসহ অন্যান্য মালামাল বাড়িতে না নিতে পারায় অন্য কাজ বস্তবায়নে দেরী হচ্ছে।
এব্যাপারে চাকরিচ্যূত সমাজসেবা কর্মকর্তা মো. হাসান আলী মল্লিক ক্ষিপ্তস্বরে গণমাধ্যম কর্মীদের বলেন, আমাকে ও পিআইওকে জিজ্ঞেস না করে সরেজমিনে গেলেন কেন ? মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, অবশ্যই তদন্ত সপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
তানভীর, বরিশাল আঞ্চলিক সংবাদদাতা