অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন, মেয়াদবিহীন বেকারী পন্য মোড়কীজাত করে বিক্রির জন্য সংরক্ষণ ও বেকারী পণ্যে সিনথেটিক ফুড কালার, লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে উপজেলার মাস্টার হাট বাজারে আনোয়ার ফুড বেকারী এন্ড কনফেকশনারিকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১১ ডিসেম্বর(বুধস্পতিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত’র নেতৃত্বে উপজেলার মাস্টার হাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স, বিএসটিআই লাইসেন্স না পাওয়ায় । তাদের দ্রুত ট্রেড লাইসেন্স,বিএসটিআই লাইসেন্স নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।
অভিযানের ব্যাপারে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন।মেয়াদবিহীন বেকারী পন্য মোড়কজাত করে বিক্রি, সংরক্ষণ ও বেকারী পণ্যে সিনথেটিক ফুড কালার,নোংরা ক্রীম ব্যবহার করার অপরাধে আনোয়ার ফুড বেকারী এন্ড কনফেকশনারি নামের প্রতিষ্ঠানটি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। অভিযান পরিচালনার সময় কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহযোগিতা করেন।
মনছুর আলম (মুরাদ) কর্ণফুলী