“বঙ্গবন্ধু সাফারি পার্ক” নির্মাণে বাতিলের সুপারিশ

মৌলভীবাজারের জুড়ীতে সংরক্ষিত বন লাঠিটিলা। এ বনের ৫ হাজার ৬৩১ একর জমিতে ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। জীববৈচিত্র্যের জন্য হুমকি বিবেচনায় সংশ্লিষ্ট প্রকল্পটি বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আগামী (২৩শে ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় (একনেক) প্রকল্পটি বাতিলের প্রস্তাব উত্থাপিত হবে। পরিকল্পনা কমিশনসূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ২০২৩ সালে প্রকল্পটির অসঙ্গতি তুলে ধরে ‘বন কেটে সাফারি পার্ক’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়েছিল।

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো.শাহাব উদ্দিন ২০২৩ সালে প্রকল্পটি জোর খাটিয়ে অনুমোদন করিয়ে নেন। তার নির্বাচনী এলাকার ভোট নিশ্চিত করতেই প্রকল্পটি অনুমোদন করান তিনি। তখন পরিকল্পনা কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন ছাপা হলে সাংবাদিকদের প্রবেশাধিকার ও সংকুচিত করেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিৎ কর্মকার।

অন্তর্বর্তীকালীন সরকার প্রকল্পটিকে জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর বিবেচনায় বাতিলের সুপারিশ করেছে। ২০২৩ সালের ৯ই নভেম্বর পরিবেশের তোয়াক্কা না করেই তড়িঘড়ি করে প্রকল্পটিতে অনুমোদন দেয় একনেক। অবশ্য শর্তসাপেক্ষে এটি অনুমোদিত হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে মোট ৩৬৪ কোটি ১১ লাখ টাকার প্রকল্পটি প্রথম পর্যায় হিসেবে অনুমদিত হয় তখন।

প্রকল্পটির সব পর্যায় শেষ করার জন্য মোট ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৪৭ কোটি টাকা। কমলা শ্রেণির (সতর্কতা পর্যায়ের) প্রকল্পটি নির্মাণে বন বিভাগ চলচাতুরীর আশ্রয় নিয়েছিল। এটিকে তারা সবুজ শ্রেণির প্রকল্প উল্লেখ করে বলেছিল, এটির জন্য পরিবেশ ছাড়পত্র লাগবে না। বনের গাছপালা ধ্বংস হবে বলে ‘সাফারি পার্ক’ নিয়ে আপত্তি জানিয়েছিল পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও পরিবেশবীদ।

সূত্র বলছে, পরিকল্পনা কমিশন থেকে পুনর্গঠিত ডিপিপি পাঠানোর জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়বে কি না তা নিরূপণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতেই প্রকল্পটির অনুমোদন বাতিলের জন্য অনুরোধ জানানো হয়।

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, লাঠিটিলা বনের যে স্থানে সাফারি পার্কটির প্রস্তাব করা হয়েছে সেটি ইন্দো-বার্মা জীববৈচিত্র্য অঞ্চলের হটস্পটের অন্তর্গত টাইগার সার্ভের একটি অগ্রাধিকারমূলক এলাকা। তাছাড়া এটি হাতির আন্তঃসীমান্ত সঞ্চালন পথ (করিডর)।

মন্ত্রণালয় জানায়, সাফারি পার্কটি নির্মিত হলে লাঠিটিলাসহ সমগ্র বনাঞ্চলের জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কমিটির পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সাফারি পার্ক প্রকল্পটি বাতিলের সুপারিশ করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত কমিটি বলেছে, সবার মতামত ও বিভিন্ন সমীক্ষা পর্যালোচনার পর এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, পার্কটি নির্মিত হলে লাঠিটিলাসহ সমগ্র বনাঞ্চলে নেতিবাচক প্রভাব পড়বে।

সুপারিশে আরও রয়েছে, সমগ্র পাথারিয়া হিল রিজার্ভের জীববৈচিত্র্যকে আমলে নিয়ে, জীববৈচিত্র্যের ওপর প্রস্তাবিত সাফারি পার্কের ফলে সৃষ্ট প্রভাবগুলোকে বিবেচনায় নিয়ে এবং স্থানীয় অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে কমিটি মনে করে, প্রাকৃতিক বনে সাফারি পার্ক নির্মাণ যুক্তিযুক্ত নয়। জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব বিবেচনায় প্রস্তাবিত সাফারি পার্ক প্রকল্পটি বাতিলের জন্য কমিটি সুপারিশ করছে।

৫ হাজার ৬৩১ একর এলাকায় সাফারি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্পটি ছিল প্রথম পর্যায়। এ পর্যায়ে ২৭০ একর এলাকায় কোর সাফারি পার্কসহ সাফারি কিংডম স্থাপন করার জন্য সাফারি পার্কের মাস্টার বাউন্ডারি, কোর সাফারি ও সাফারি কিংডমের সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ অস্থায়ী বেষ্টনী, আরসিসি বাঁধ, রিটেইনিং ওয়াল, বিটুমিনাস রোড, গাড়ি ও বাস পার্কিং, প্রাণী হাসপাতাল ও গুদামঘর, অভ্যন্তরীণ মেকাডাম সড়ক, হাতি দেখার প্ল্যাটফর্ম ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরসহ সাবস্টেশন নির্মাণের কথা ছিল।

সাফারি পার্কে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভিসহ সিকিউরিটি সিস্টেম, আইটি ব্যবস্থাসহ এক্সেস কন্ট্রোল সিস্টেম, সাউন্ড সিস্টেম, ডিজিটাল টিকেটিং ব্যবস্থা প্রভৃতি কার্যক্রম গ্রহণের কথাও ছিল।

পরিবেশ ধ্বংসের যত প্রকল্প
পাহাড় কেটে আবাসিক প্রকল্প: ‘চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় সাইট অ্যান্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির পরিবেশ ছাড়পত্র ছিল না। ক্ষমতা খাটিয়ে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ সে ছাড়পত্র আদায় করেন। ৪১ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্পটির ৭০ শতাংশ পাহাড় ও ৩০ শতাংশ জলাধার। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ প্রকল্পের ছাড়পত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রামে ছয় কিলোমিটার সড়ক তৈরি করতে সাবাড় করা হয়েছে ১৫টি পাহাড়। পরিবেশ অধিদপ্তর বারবার জরিমানা করার পরও ফৌজদারহাট- বায়েজিদের এ সংযোগ সড়ক তৈরি থেকে পিছু হটেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট পয়েন্ট থেকে বায়েজিদ পর্যন্ত এ সড়ক নির্মাণে প্রকল্প নেওয়া হয় ১৯৯৭ সালে। প্রকল্পব্যয় নির্ধারণ করা হয় ৩৩ কোটি ৮১ লাখ টাকা। শেষ পর্যন্ত ব্যয় দাঁড়িয়েছে ৩২০ কোটি টাকায়।

পরিবেশ সংরক্ষণ আইন বা জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ। কিন্তু যশোরে ইপিজেড করার ক্ষেত্রে এ আইনের তোয়াক্কা করা হয়নি। অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের ধলার বিলের ১৫ হাজার বিঘা জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৬৪২ কোটি টাকা। এটি এখনো বহাল রয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে এটি বাতিল করা প্রয়োজন মনে করেন সংশ্লিষ্টরা।

জলাভূমি ভরাট করে নেওয়া হয় চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প। ১ হাজার ৩৭০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি মূলত প্রভাবশালীদের বালুর ব্যবসায় বাড়তি সুবিধা তৈরি করে দিতে নেওয়া হয়েছিল।

পাবনার ইছামতী নদীর প্রাণ ফিরিয়ে আনার নামে একটি প্রকল্প নেয় পানিসম্পদ মন্ত্রণালয়। ১ হাজার ৭৩৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটিতে মানা হয়নি কোনো নিয়মনীতি। নদী, খাল খনন সিএস ম্যাপ অনুযায়ী করা হলেও প্রকল্পটি করা হবে কৃষিজমি অধিগ্রহণ করে। দখলদারদের উচ্ছেদ না করে কৃষিজমিতে নদী খনন করা হলে কমবে আবাদি জমি, ধ্বংস হবে বাস্তুব্যবস্থা

কৃষিজমিতে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রকল্প নেওয়া হয় বিগত সরকারের আমলে। ২ হাজার ৬৩৭ কোটি ৪০ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ের প্রকল্পটির ক্ষেত্রেও পরিবেশ ছাড়পত্র পাওয়া যায়নি উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপিতে।

হবিগঞ্জের সদর উপজেলায় ৩০ একর জমিতে মেডিকেল, নার্সিং কলেজ এবং হাসপাতাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এর প্রায় ৫ একর জমি খাল ও বিল। বাকি ২৫ একর দুই ফসলি জমি। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০১ কোটি ২৪ লাখ টাকা। প্রকল্পটি যে এলাকায় হচ্ছে সেটি ‘লাল শ্রেণিভুক্ত’। এ শ্রেণির প্রকল্পে আবশ্যিকভাবে আইইই (ইনিশিয়াল এনভায়রনমেন্টাল এক্সামিনেশন), ইআইএ (এনভায়রনমেন্টাল ইমপেক্ট অ্যাসেসমেন্ট) ও ইএমপি (এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান) করতে হয়। এটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি।

 

 

 

 

 

তিমির বনিক, মৌলভীবাজার

সম্পর্কিত নিউজ

বালু নয়, মাটি দিয়েই চলছে দোয়ারাবাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ

বালু নয়,মাটি দিয়েই চলছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা ১৪ নাম্বার পিআইসির ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। এই বাঁধ নির্মানে অভিযোগ উঠেছিলো মাটির পরিবর্তে বালু দিয়ে ফসল রক্ষা বাঁধ…

আরও পড়ুন
মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানে মেলায় মোট ১১টি…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

বালু নয়, মাটি দিয়েই চলছে দোয়ারাবাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ

বালু নয়, মাটি দিয়েই চলছে দোয়ারাবাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ

মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

বার্সেলোনার কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ সুপার কাপের ১৫তম শিরোপা

বার্সেলোনার কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ সুপার কাপের ১৫তম শিরোপা

টয়লেটে মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব: দ্রুত চোখের ক্ষতি থেকে আয়ু কমে যাওয়ার ঝুঁকি

টয়লেটে মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব: দ্রুত চোখের ক্ষতি থেকে আয়ু কমে যাওয়ার ঝুঁকি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব, সীমান্তে অননুমোদিত বেড়া নির্মাণে বাংলাদেশের কড়া প্রতিবাদ

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব, সীমান্তে অননুমোদিত বেড়া নির্মাণে বাংলাদেশের কড়া প্রতিবাদ

মোংলায় মায়ের কোল থেকে ৩ বছরের মরিয়ম ট্রেনের নিচে

মোংলায় মায়ের কোল থেকে ৩ বছরের মরিয়ম ট্রেনের নিচে