বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ের ত্যাগীনেতার স্থগিত পদ ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা কর্ণফুলী বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বর্ণাঢ্য আয়োজন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম কর্ণফুলী থানা বিএনপি’র আহ্বায়ক এস এম মামুন মিয়াকে গণ সংবর্ধনা দিল বিএনপি ও তার অঙ্গ সংগঠন। (২৭ ডিসেম্বর) শুক্রবার বিকেলে উপজেলার আব্দুল জলিল কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভার শেষে মহাসড়কে শোভাযাত্রা করে নেতাকর্মীরা।
সংবর্ধিত অতিথি কর্ণফুলী বিএনপি’র আহবায়ক মামুন মিয়া জানান, “দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী জালিম সরকারের পতন ঘটিয়েছি। জনগণের কাছে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে সুস্থ ধরার নির্বাচন অনুষ্ঠান করার মাধ্যমে আমাদের আন্দোলন সফল হবে।” বক্তব্যে তিনি অতি দ্রুত সময়ে সংক্ষিপ্ত সংস্কার এরপর নির্বাচন দাবি করেন অন্তবর্তী কালীন সরকারের প্রতি।
বিকেল তিনটা থেকে আনন্দ শোভাযাত্রার কথা থাকলেও দীর্ঘদিন পরে প্রিয় নেতার পদ ফিরে পাওয়ার আনন্দে জুমার নামাজের পরপরই নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহ বাদ্য যন্ত্রের তালে তালে গণসংবর্ধনা স্থলে উপস্থিত হতে থাকে।যা মূহুর্তের মধ্যে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমাবেশ রূপান্তরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া,দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র সদস্য এডভোকেট এস এম ফোরকান,কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজ্বী মো: ওসমান,সিনিয়র যুগ্ম আহবায়ক ডা গিয়াস উদ্দিন ফারুকীর ফায়সাল,যুগ্ম আহবায়ক আব্দুল গফুর মেম্বার, সোলায়মান দোভাষী,আব্দুল কাদের সুজন, আলী আব্বাস,দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, সদস্য আবু তৈয়ব কনট্রাকটর, এজাবত উল্লাহ, সালেহ জহুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার, কাজী মঈন উদ্দীন টিপু, এটিএম হানিফ, সাধারণ সম্পাদক মো: আবু তাহের, মো: সালাউদ্দিন, এস এম ফারুক হোসাইন, সেলিম খান, মনির মুন্সী, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সওদাগর, আলমগীর বিন হোসাইন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক এম শফিউল করিম শফি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাঈনুদ্দীন মনির,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিম, বিএনপি নেতা জসিম উদ্দিন জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক মো নুরুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর, সাধারণ সম্পাদক মোঃ মনির, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মন্নান খান,সদস্য সচিব বাহারুল ইসলাম প্রমূখ।
মনছুর আলম (মুরাদ) কর্ণফুলী