শেরপুরে বাস সিএনজি সংঘর্ষে ৬ জন নিহত

২৯ ডিসেম্বর (রবিবার) দুপুরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা জোড়াপাম্প এলাকায় যাত্রীবাহী বেপরোয়া বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ জন আরোহী নিহত হয়েছেন। ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

নিহতরা হচ্ছেন শেরপুর সদরের কামারিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজিচালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৬০), তার স্ত্রী উম্মে কুলসুম (৩৮), নকলা উপজেলার গণপদ্দি এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা তাসনিম মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩) এবং শ্রীবরদী উপজেলার পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী মিনা রানী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা পৌণে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়াপাম্প এলাকায় কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসের সাথে শেরপুর সদরের তারাকান্দি থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির ৫ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার পরপর রাস্তার উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

স্থানীয়রা জানান, বেপরোয়া গাড়িচালনার কারণে দিনদিনই বাড়ছে এমন সড়ক দুর্ঘটনার সংখ্যা। এতে নিঃস্ব হচ্ছেন বহু পরিবার। তাই সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ দেওয়াসহ তাদেরকে নানাভাবে সচেতন করা হচ্ছে।

 

 

 

 

এফ এম সিফাত হাসান, শেরপুর 

সম্পর্কিত নিউজ

বালু নয়, মাটি দিয়েই চলছে দোয়ারাবাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ

বালু নয়,মাটি দিয়েই চলছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা ১৪ নাম্বার পিআইসির ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। এই বাঁধ নির্মানে অভিযোগ উঠেছিলো মাটির পরিবর্তে বালু দিয়ে ফসল রক্ষা বাঁধ…

আরও পড়ুন
মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানে মেলায় মোট ১১টি…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

বালু নয়, মাটি দিয়েই চলছে দোয়ারাবাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ

বালু নয়, মাটি দিয়েই চলছে দোয়ারাবাজারের খাসিয়ামারা ফসল রক্ষা বাঁধের কাজ

মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

মঠবাড়িয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

বার্সেলোনার কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ সুপার কাপের ১৫তম শিরোপা

বার্সেলোনার কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ সুপার কাপের ১৫তম শিরোপা

টয়লেটে মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব: দ্রুত চোখের ক্ষতি থেকে আয়ু কমে যাওয়ার ঝুঁকি

টয়লেটে মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব: দ্রুত চোখের ক্ষতি থেকে আয়ু কমে যাওয়ার ঝুঁকি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব, সীমান্তে অননুমোদিত বেড়া নির্মাণে বাংলাদেশের কড়া প্রতিবাদ

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব, সীমান্তে অননুমোদিত বেড়া নির্মাণে বাংলাদেশের কড়া প্রতিবাদ

মোংলায় মায়ের কোল থেকে ৩ বছরের মরিয়ম ট্রেনের নিচে

মোংলায় মায়ের কোল থেকে ৩ বছরের মরিয়ম ট্রেনের নিচে