যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে দুটি স্কুল প্রাঙ্গণে এ বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৪৮৬ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ৪৬৮ জন, ফেল করে ২০ জন, স্কুলটিতে পাশের হার ৯৮%। এ বছর পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী সামিতা শাহীন প্রিয়ন্তী সর্বোচ্চ ৫৯৯ নম্বর পেয়ে স্কুল সেরা মেধাবী ছাত্রী হিসেবে নির্বাচিত হন। বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ছিলেন ৬৭৭ জন, উত্তীর্ণ হয়েছেন ৬৪১জন, ফেল করেছে ৩৬ জন, স্কুলটিতে পাশের হার ৯০%। এ বছর নবম থেকে দশম শ্রেণীর পরীক্ষার্থী আনিকা আনজুম ৯১৯ নম্বর পেয়ে স্কুল সেরা মেধাবী শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন।
বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা সহকারী বাস্তবায়ন (কর্মকর্তা) অনিত বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ম- আহ্বায়ক ও শার্শা থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর হোসেন, শার্শা থানা বিএনপির সদস্য মোনায়েম হোসেন, আনোয়ার হোসেন বাবু, আব্দুর রসিদ, ডা. জাহিদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিহা খাতুন, সহকারী শিক্ষক মাহাফুজুর রহমান, রেশমা ইয়াসমিন, জিল্লুর রহমান।বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা মোছা: শাহানারা খাতুন, সহকারী শিক্ষক সুবিদ আলী প্রমুখ। বার্ষিক ফলাফল প্রকাশের শেষে দুটি স্কুলের বর্ষসেরা শিক্ষার্থী ও প্রতি ক্লাসের উত্তীর্ণ তিনজন সেরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা, যশোর