দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শরিফপুর খেলার মাঠে বিজয়ী স্কুল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা পনচনন কুমার চানার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহিদের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দীন মুহাম্মদ, এশো শিখি প্রকল্পের উপজেলা সমন্বয়ক আজিমুল হক, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান,
সার্বিক সহযোগিতা ছিলেন, আলীপুর স:প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ দেব, আজমপুর স: প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল আহমেদের। উপজেলা পর্যায়ে অনুষ্টিত গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলায় বালকদের মধ্যে টেবলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে নরসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বালিকাদের মধ্যে বাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে দেওয়ান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় বালকদের মধ্যে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিক নাহিদ ও বালিকাদের মধ্যে ৪৩নং সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুসলিমা জান্নাত কলি শ্রেষ্ট খেলোয়াড় হিসেবে ট্রফি আর্জন করে। উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের খেলায় উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা