মাছ ধরার সময় জালের টানে উঠে এলো লোহার সদৃশ বস্তু, পরে জানা গেল এটি মর্টার শেল। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালে মাছ ধরার সময় জেলের জালে একটি মর্টার শেল আটকা পড়ে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ব্লকপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জেলে মাহবুব আলম জাল টানার সময় পানির নিচ থেকে একটি লোহার বর্জ্য সদৃশ বস্তু তুলে আনেন। পরে জানা যায়, এটি একটি ১২০ মিলিমিটার মর্টার শেল।
স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানানোর পর কর্ণফুলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে। পরে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, শেলটি সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা বুধবার পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
জেলে মাহবুব আলম প্রথমে বস্তুটি বিক্রি করার চেষ্টা করেন। কিন্তু স্ক্র্যাপ ব্যবসায়ীরা এটি নিতে অস্বীকৃতি জানান এবং পুলিশকে খবর দেন। এসময় ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। ওসি মুহাম্মদ শরীফের মতে, মর্টার শেলটি ১২০ মিলিমিটারের মতো। এটি পরীক্ষা করার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। আপাতত এলাকা নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয়েছে।
চট্টগ্রামের শিকলবাহা খালে জেলের জালে মর্টার শেল আটকা পড়ার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। তবে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। শেলের প্রকৃত অবস্থা বোঝার জন্য পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি