গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। মক্কা ও মদিনায় জারি হয়েছে রেড অ্যালার্ট। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি – এনসিএম) এই সতর্কতা জারি করেছে।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত মক্কা ও মদিনা ছাড়াও বন্যার কবলে পড়েছে পূর্বাঞ্চল। রিয়াদসহ বিভিন্ন অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবে ভারী বৃষ্টির কারণে মক্কা ও মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। অনেক ভবনের একতলা প্রায় অর্ধেক ডুবে গেছে।
রাজধানী রিয়াদসহ মধ্যাঞ্চল এবং দক্ষিণপশ্চিমাঞ্চলের আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করেছে এনসিএম। অনেক এলাকায় বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। এনসিএম সতর্ক করে জানিয়েছে, বন্যার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলতে।
সৌদির দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনগণকে নিচু এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বন্যা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশেষত মক্কা ও মদিনার মতো গুরুত্বপূর্ণ শহরে রেড অ্যালার্ট জারি হওয়ায় পরিস্থিতি আরও নজরদারিতে রয়েছে। স্থানীয় জনগণ এবং পর্যটকদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক