শেরপুরে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপ নামে একটি দোকানের ডিজিটাল বোর্ডে হঠাৎ ভেসে উঠেছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। বুধবার রাতে শেরপুর জেলা শহরের মুন্সীবাজার এলাকার রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের দ্বিতীয় তলার সামনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন জামালপুরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে দোকানের মালিক মো. রাজু মিয়া (৩৯) ও দোকানের কর্মচারী সদর উপজেলার রৌহা এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. কাউসার (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকার রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা প্রদর্শিত হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে এটির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে খবর পেয়ে জেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত ডিয়ন, জাকির হোসেন, খালেদুজ্জামান সিদ্দিকী আসিফসহ অন্যান্য নেতা-কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ উত্তেজিত জনতা ওই দোকানে গিয়ে নিষিদ্ধ সংগঠনের নামে প্রচারণার অভিযোগে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং দোকান মালিকসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
এফ এম সিফাত হাসান, শেরপুর