সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর ১টা থেকে সিলেট মহানগরের চৌহাট্টায় শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন। বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চৌহাট্টায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।
আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন অনেক অভিভাবকও। তুমুল বৃষ্টি উপেক্ষা করে বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক হাজার ছাত্র-জনতা চৌহাট্টায় অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান করছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সিলেট মহানগরের চৌহাট্টায় শিক্ষার্থীদের এই বিক্ষোভ পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বৃষ্টির মধ্যেও অবিচল শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি তাদের দৃঢ় প্রত্যয় ও সংকল্পের প্রতিফলন।