সাভারের সাদিক অ্যাগ্রোর খামারে নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু ও আলোচিত ছাগল উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ: দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে বিকেল সাড়ে ৩টার দিকে সাদিক অ্যাগ্রোর খামারে অভিযান চালানো হয়। একটি কাপড় দিয়ে আচ্ছাদিত ঘরের ভেতরে ১০টি ব্রাহমা গরুর বাছুর ও আলোচিত ছাগল পাওয়া যায়, যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
খামারের অবস্থা: খামারের ব্যবস্থাপক জাহিদ খান জানান, খামারে দুধ উৎপাদন করা হয় এবং প্রতিদিন ৬০০-৭০০ কেজি দুধ ঢাকায় সরবরাহ করা হয়। বর্তমানে খামারে প্রায় আড়াইশ গরু, ১২টি উট, দুটি ঘোড়া এবং কয়েকশ হাঁস-মুরগি রয়েছে। এখানে ৩৫ জন কর্মী কর্মরত রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা: অভিযানের আগে খামারে কোনো নিরাপত্তাকর্মী ছিল না। অভিযানের দিন থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দুদকের বক্তব্য: দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, ব্রাহমা গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের এই অভিযান সাভারের সাদিক অ্যাগ্রোর খামারে নিষিদ্ধ ব্রাহমা গরু ও আলোচিত ছাগল উন্মোচন করেছে। এ ঘটনার পর খামারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। রিলাক্স নিউজ ২৪-এর সাথে থাকুন আরও আপডেটের জন্য।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪