বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন ‘জুবিলি’ খ্যাত পরিচালক সৌমিক সেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হতে যাওয়া এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যেতে পারে সৌরসেনী মৈত্রকে।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, সৌমিক সেন নতুন এই সিরিজ নির্মাণ করছেন যেখানে আরিফিন শুভ প্রধান চরিত্রে অভিনয় করবেন। সিরিজটির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া সম্পন্ন হয়েছে এবং দুই অভিনেতার সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
সিরিজটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত হবে। সৌমিক সেন নিজেই কাহিনিকার, চিত্রনাট্যকার, পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করছেন। সৌমিক বলেন, “বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না,” এবং সৌরসেনী মৈত্রও একই রকম মন্তব্য করেছেন।
অ্যামাজন প্রাইমে ২০২৩ সালে দারুণ সাড়া ফেলেছিল সৌমিক সেনের ‘জুবিলি’ সিরিজ। এতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর এবং অপারশক্তি খুরানা। সিরিজটি দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছিল, যা সৌমিকের পরবর্তী কাজ নিয়েও একই ধরনের আগ্রহ তৈরি করেছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হতে যাওয়া নতুন ওয়েব সিরিজে আরিফিন শুভর উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। সিরিজটির শুটিং শিগগিরই শুরু হতে পারে এবং এটি নির্মাণে সৌমিক সেনের ভূমিকা থাকায় দর্শকদের মধ্যে আশাবাদী প্রতীক্ষা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪