ব্রিটেনে আজ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬৫০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ হাজার ৫১৫ জন প্রার্থী, যাদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি।
নির্বাচনের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে অভিবাসন নীতি, বাংলাদেশ এবং এনএইচএসের উন্নয়ন পরিকল্পনা। সকল জরিপে লেবার পার্টির এগিয়ে থাকার পূর্বাভাস।
ব্রিটেনের হাউস অব কমন্সের ৬৫০ আসনে ভোট গ্রহণ আজ। এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৪ জন বাংলাদেশি প্রার্থীর মধ্যে ৯ জন নারী। মুসলিম অধ্যুষিত নির্বাচনি এলাকাগুলোয় গাজা ইস্যু নিয়ে ভোট ভাগ হলেও নির্বাচনের শেষ মুহূর্তে এসে বাংলাদেশ নিয়ে আলোচনা সর্বত্র। বিতর্কের শুরু লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারের নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের নাম উচ্চারণকে কেন্দ্র করে।
তবে সেই বাংলাদেশই এখন নির্বাচনের প্রধান রাজনৈতিক দলগুলোর অভিবাসী নিয়ন্ত্রণের পরিকল্পনায় অন্যতম বড় আলোচনার বিষয়। কনজারভেটিভ পার্টি জিতলে রুয়ান্ডা পরিকল্পনা বাস্তবায়ন করবে, আর লেবার পার্টি ক্ষমতায় এলে সেই রুয়ান্ডা পরিকল্পনা বাতিল হবে। এছাড়া কনজারভেটিভ পার্টির স্বামী বা স্ত্রী আনার ক্ষেত্রে ২৯ হাজার পাউন্ড বেতন করার যে পরিকল্পনা, লেবার পার্টি সেটি ২৯ হাজারেই রাখবে।
ব্রেক্সিট ও কভিডে অর্থনীতির পতন এবং লিজ ট্রাসের বাজেটের পর মুদ্রাস্ফীতি বেড়ে যায়। প্রধানমন্ত্রী ঋষি সুনাক অর্থনীতি সম্মানজনক জায়গায় আনেন এবং মুদ্রাস্ফীতি ২.৩ শতাংশে কমে।
লেবার পার্টি বলছে তারা কর কমিয়ে কর্মীদের বেতন বৃদ্ধি করে অর্থনীতির চাকা সচল করবে। কভিডে ব্রিটেনের স্বাস্থ্যসেবা ভেঙে পড়ে এবং এখনও সেই চিকিৎসা জট থেকে বের হতে পারেনি দেশের স্বাস্থ্য খাত।
জুনিয়র ডাক্তার, নার্স ও হাসপাতাল স্টাফদের বেতন বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো এবং নতুন লোকবল নিয়োগ নিয়ে অসন্তোষ রয়েছে দেশে। লেবার পার্টি বলছে, এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস)-কে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে এবং ওয়েটিং টাইম কমানোর বিষয়ে জোর দিয়েছে তাদের নির্বাচনি প্রচারণায়। কনজারভেটিভও এনএইচএসে রোগীদের অপেক্ষার তালিকা কমানোর লক্ষ্যে কাজ করবে।
সব জরিপে লেবার পার্টির এগিয়ে থাকার পূর্বাভাস। ইউগোভ বলছে, মেজরিটি নিয়ে লেবার ক্ষমতায় যাবে। আর কনজারভেটিভ পাবে মাত্র ৫৫ আসন। যদি এসব পূর্বাভাস সত্যি হয়, তাহলে ১৪ বছর পর ব্রিটেনে ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি। স্যার কিয়ার স্টারমার নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষমাণ।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪