ফিফা দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথম খেলায় ভুটানকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন শেখ মোরসালিন, যা ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই আসে।
বাংলাদেশের শেখ মোরসালিনের গোলে ম্যাচের শুরুতেই লিড নেয় বাংলাদেশ দল। ভুটানি গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে মোরসালিন বলটি জালে পাঠান। এরপর কোনো দলই আর গোল করতে পারেনি, ফলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।
বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের মধ্যে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচটি শুরু হয় উত্তেজনার মধ্যে দিয়ে। ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই শেখ মোরসালিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে আসা একটি ক্রস ভুটানি গোলরক্ষক ঠিকমতো ধরে রাখতে ব্যর্থ হলে বল মোরসালিনের পায়ে চলে আসে। মোরসালিন সুযোগটি কাজে লাগিয়ে বক্সের ভিতর থেকে গোল করেন, যদিও ভুটানি ডিফেন্ডার গোল লাইন সেভ করার চেষ্টা করেছিলেন।
গোলের পর দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও, আর কোনো গোল হয়নি। বাংলাদেশ দল বেশ কয়েকটি আক্রমণ চালালেও ভুটানের ডিফেন্স এবং গোলরক্ষক সেগুলো সফলভাবে প্রতিরোধ করে। ম্যাচে ভুটানও কিছু আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়েছিল, তবে বাংলাদেশের রক্ষণভাগ তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত করে দেয়।
প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় সিরিজের দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। মোরসালিনের এই জয়সূচক গোল দলকে পরবর্তী ম্যাচে বাড়তি প্রেরণা যোগাবে।
খেলাধুলা ডেস্ক: রিলাক্স নিউজ ২৪