বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রফতানির পূর্ব সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, মোট ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানি করা হবে, যা ৪৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে।
গতকাল, বুধবার, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ নতুন সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্তের আওতায় ৪৮টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে মোট ২ হাজার ৪০০ টন ইলিশ এবং একটি প্রতিষ্ঠানকে ২০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে।
রফতানির জন্য আবেদন করার শেষ সময় ছিল গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত। নতুন ও পুরোনো সব আবেদন যাচাই-বাছাই করে ইলিশ রফতানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রফতানি অনুমোদনের পাশাপাশি আটটি শর্ত আরোপ করা হয়েছে। অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
প্রতিবারের মতো এবারও ইলিশ রফতানির জন্য একই শর্তগুলো প্রযোজ্য হবে। শর্তগুলোতে বিদ্যমান রফতানিনীতির বিধিবিধান মেনে চলা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের শারীরিক পরীক্ষা করা, এবং প্রতিটি চালানের পর রফতানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
এছাড়া অনুমোদিত পরিমাণের বেশি ইলিশ রফতানি না করা, অনুমতি হস্তান্তর না করা, এবং অনুমোদিত রফতানিকারক ছাড়া অন্য কারো মাধ্যমে রফতানি না করার শর্তও দেওয়া হয়েছে। সরকার প্রয়োজনে রফতানি বন্ধ করতে পারবে।
অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আরিফ সি ফুডস, জারা এন্টারপ্রাইজ, সততা ফিশ ফিড, এস এ আর এন্টারপ্রাইজসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান। এদের মধ্যে লোকজ ফ্যাশন ২০ টন এবং বাকি প্রতিষ্ঠানগুলো ৫০ টন করে ইলিশ রফতানির অনুমতি পেয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বাজারে ইলিশ রফতানির পরিমাণ কমিয়ে আনার এই সিদ্ধান্তে বাংলাদেশের ইলিশ শিল্পের ওপর প্রভাব ও বাজার চাহিদা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে।
অনলাইন ডেস্ক