মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে র্যাব-৯, সিলেটের অভিযানে আওয়ামী লীগের সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩০শে সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর এলাকার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার মো: নুরুন্নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিমির বনিক, মৌলভীবাজার