‘মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, বরিশাল’ এর উদ্যোগে ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ, বরিশাল’ এর শাখায় মির্জাগঞ্জ উপজেলার মানুষদের চিকিৎসা নিতে যাওয়া সুবিধাবঞ্চিত যেকোনো রোগীর জন্য ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ, বরিশাল শাখায়’ ডিসকাউন্ট কার্ড করা হয়েছে অনেক বছর থেকেই।
দেশব্যাপী জালের মতো ছড়িয়ে থাকা ভুয়া-ভুইফোড় ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি উন্নতমানের চিকিৎসাসেবা দিয়ে এসেছে বহুকাল ধরে। মির্জাগঞ্জের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে সংগঠনটি এ প্রতিষ্ঠানটির সাথে memorandum of understanding (MOU)
চুক্তিতে আবদ্ধ হয়েছিলো প্রায় অনেক বছর থেকেই,পুনরায় ২০২৪ সালে আবারও চুক্তিতে আবদ্ধ হলো। MOU চুক্তিপত্র গ্রহন করেছেন অত্র সংগঠনের এর সভাপতি মো:রায়হান কবির শাওন থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বরিশাল এর ম্যানেজার জনাব মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের এর সম্মানিত বিভিন্ন পদ এর সদস্যবৃন্দ। এ প্রেক্ষিতে অসহায়* লোককে সর্বোচ্চ ২৫%,২০% এবং হতদরিদ্র/নিঃস্ব* লোককে ৫০% কিংবা ফ্রি চিকিৎসা সেবা দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি যৌথভাবে। সুবিধা পেতে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, বরিশাল’ কর্তৃক সরবরাহকৃত কার্ড সংগ্রহ করে সেবা নিতে পারবেন।
মো:সৌরব বেতাগী