বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা রূপরেখার বাস্তবায়ন ও তার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে কর্ণফুলীতে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর সৈন্যারটেক মোড় এলাকায় এই সভার আয়োজন করে চরপাথরঘাটা ইউনিয়নের ০৪, ০৫ এবং ০৬ নং ওয়ার্ড বিএনপি।
কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মির্জা ইসমাইলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা মঈন উদ্দীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে কর্ণফুলী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রাজ্জাক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশীদ। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা রূপরেখার বিষয়ে আলোচনা করা হয়। তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে করণীয় নিয়েও বক্তরা আলোচনা করেন।
অন্যান্যদের মাঝে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. শাহাদাত, উপজেলা তাতী দলের সভাপতি মো. মারজান, বিএনপি নেতা আরাফাত, ফারুক , এসএম কালা মিয়া, মেম্বার কবির, নাছির , মো. আলী, মির্জা মোহাম্মাদ, আজাদ, জিয়াউর, জাগির মেম্বার, আবদুল মুনাফ, দক্ষিল জেলা যুবদলের যুগ্ন সম্পাদক জিএম জসিম উদ্দিন, ইউনুস, সদস্য সচিব মো. ইসমাইল, যুবদলের নেতা মহিউদ্দিন, নুর আলম, শফিকুল আলম, সাবরিন মহিউদ্দিন , মো. আরিফ, সফিকুর রহমান, সেকান্দর হাসান, মাহমুদ ইসমাইল, মাহমুদ হোসেন, সাইফুল, ছাত্রদল নেতা মনোয়ার হোসেন, মো. সালাউদ্দিন, রাসেল, আরাফাত, মামুন সহ প্রমুখ।
এসময় উপস্থিত দলীয় কর্মী এবং সাধারণ মানুষকে বিএনপির হাতকে শক্তিশালী করতে এগিয়ে আসার আহ্বান ও রাষ্ট্রগঠনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা।
মনছুর আলম (মুরাদ)কর্ণফুলী প্রতিনিধি