কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার এই শিরোপা জিতে উরুগুয়েকে টপকে সর্বোচ্চ ১৬ বার এই মহাদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে, উরুগুয়েকে টপকে সর্বোচ্চ ১৬ বার
যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে আজ সোমবারের ফাইনালে লিওনেল স্কালোনির দল ১-০ গোলে জয়ী হয়েছে। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লাউতারো মার্তিনেজ। ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে গোলশূন্য ছিল এবং অতিরিক্ত সময়ে গড়ায়।
ম্যাচের শুরুতে টিকিটবিহীন দর্শকদের হাঙ্গামার কারণে খেলা ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো গোল হয়নি, তাই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। ১১১তম মিনিটে জিওভানি লো সেলসোর থ্রু বল থেকে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত শটে একমাত্র গোলটি হয়। প্রথম মিনিটেই আর্জেন্টিনার আলভারেজ সুযোগ পেলেও লক্ষ্যে রাখতে পারেননি। কলম্বিয়ার লুইস ডিয়াজ এবং রদ্রিগেজের শটগুলো আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দারুণ দক্ষতায় ঠেকানো হয়। ৩৩তম মিনিটে লারমার শটও মার্টিনেজের হাতে লেগে মাঠের বাইরে যায়।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করল। লাউতারো মার্টিনেজের একমাত্র গোল ম্যাচের পার্থক্য গড়ে দেয়, আর লিওনেল স্কালোনির দল আবারও চ্যাম্পিয়ন হলো। ম্যাচের উত্তেজনা এবং চমৎকার খেলায় আর্জেন্টিনা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলো।