সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানের হত্যা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাটে সফল অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়।
গত ২৮ অক্টোবর সুনামগঞ্জের ইনাতগঞ্জ পূর্ব বাজারে মাদকসেবীদের হামলায় সৌদি প্রবাসী সোহান খুন হন। এ ঘটনায় নিহতের পিতার দায়ের করা মামলার পলাতক আসামি হাবিবুর রহমানকে র্যাব-৯ বিশেষ অভিযানে গ্রেফতার করেছে।
ঘটনার প্রেক্ষাপট: ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জগন্নাতপুর থানার ইনাতগঞ্জ পূর্ব বাজারে পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা সৌদি প্রবাসী সোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা সোহানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হত্যা মামলা দায়ের: ঘটনার পর নিহত সোহানের পিতা বাদী হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিভিন্ন ধারায় একাধিক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যা স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করে।
র্যাব-৯ এর অভিযান ও গ্রেফতার: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৫ নভেম্বর বিকালে হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাবিবুর রহমানকে (২২) গ্রেফতার করে। হাবিবুর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার লতিবপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ জানিয়েছে, এই গ্রেফতারের পর মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে এলাকায় কড়া নজরদারি ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
সৌদি প্রবাসী সোহান হত্যাকাণ্ডের প্রধান আসামির গ্রেফতার সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বস্তি ফিরিয়েছে। র্যাব-৯ এর এই সাফল্য স্থানীয়দের মধ্যে নিরাপত্তা বাড়িয়েছে এবং ন্যায়বিচারের পথ সুগম করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের চলমান তৎপরতা প্রবাসীদের পরিবারগুলোর আশার আলো দেখাচ্ছে।
বুলবুল আহমেদ