জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুরে জেলা বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরের শহরের মাধবপুর এলাকা থেকে জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মো. হযরত আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে হাজার হাজার মানুষের ঢল নামে। ওইসময় শহরের সকল রাস্তায় লোকে লোকারণ্য হয়ে হয়ে যায়।
পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির আহবায়ক মো. হযরত আলী। ওইসময় তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা।
ঠিক তেমনি ২০২৪ সালেও ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রজনতা। তিনি বলেন, দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। কিন্তু তাদের দোসররা এখনও রয়ে গেছে। তারা আবারও নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামীলীগের সাথে আঁতাতকারী কেউ বিএনপিতে ঢুকতে পারবে না। আমি অনুরোধ করবো দলে আর কোন ভেদাভেদ নাই। সব ভুলে এক হয়ে দলটাকে সুন্দর করব। একসাথে মিলেমিশে কাজ করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দেয়া। দেশে একটি সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। কারণ এখনো বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না।
ওইসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সদস্য সচিব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল রহমান তারা, অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, মো. কামরুল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, নকলা উপজেলা বিএনপি নেতা মো. ফাহিম চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা ভিপি আনোয়ার হোসেন, মহিলা দল নেত্রী অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবি, লিপি বেগম, নুরজাহান বেগম, জেলা যুবদল নেতা আতাহারুল ইসলাম আতা, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল ইসলাম আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি