র্যাব-৯ এর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিলেটের জালালাবাদ থানার মদিনা মার্কেট এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যাদি মামলার প্রধান আসামী গ্রেফতার। র্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি অভিযানিক টিম গতকাল (৭ নভেম্বর) পলাতক আসামী ও কোম্পানীগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম ও অভিযান চলছে।
গত ২৬ আগস্ট সিলেটের কোতোয়ালী থানায় এফআইআর নং-২৭/৩৮২ অনুযায়ী বিস্ফোরক দ্রব্যাদি আইনের আওতায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী ছিলেন ইকবাল হোসেন (৪৫)। ইকবাল হোসেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি, মারাত্মক আঘাতের চেষ্টা ও সংঘবদ্ধ হামলার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেটের সিপিএসসি টিম গতকাল মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অভিযানটি পরিচালিত হয় ৭ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে। র্যাবের একটি বিশেষ টিম মদিনা মার্কেটের সামনে থেকে ইকবাল হোসেনকে গ্রেফতার করে এবং তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসএমপি সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। র্যাব-৯ এর সিলেট অঞ্চলের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, মামলার অন্যান্য পলাতক আসামীদের খুঁজে বের করতে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
র্যাব-৯ এর তৎপরতায় সিলেটে আইনশৃঙ্খলা রক্ষায় বড় সফলতা অর্জিত হয়েছে। পলাতক আসামী ইকবাল হোসেনের গ্রেফতারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বশীলতা প্রমাণ করেছে এবং অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বুলবুল আহমেদ